তিন দিন সাধারণ ছুটির পর গত বুধবার সীমিত পরিসরে সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত গুরুত্বপূর্ন অফিস আদালত খুলে দেওয়া হয়। কারফিউ চলমান থাকায় শিক্ষামন্ত্রী ব্রিফিং দিয়ে স্কুল কলেজ খোলার মত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুতই খুলে দেওয়া হবে জানান। তার বক্তব্যের উপর ভিত্তি করে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধই ছিল কিন্তু সমস্যা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা নিয়ে। বুধবার সরজমিনে দেখা গেছে কিছু উপজেলায় একই আঙ্গিনায় মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অফিসে বসে আছেন তবে স্কুলে কোন প্রকার ছাত্র ছাত্রী নাই।
বুধবার রাতে কিছু ফেসবুক পেজ থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি এমন একটি সংবাদ ছড়িয়ে পরে। এর সত্যতা যাচাই করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট চেক করতে চাইলেও ওয়েবসাইটে ঢুকা সম্ভব হয় নাই।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন, তার ফেসবুকে অন্য সব কিছু শেয়ার করলেও এ সংক্রান্ত কোন নিউজ শেয়ার করেন নাই।
প্রাথমিক বিদ্যালয় পরিচলনা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের চুপ থাকার কারণে শিক্ষকদের পরতে হচ্ছে বিড়ম্বনার মধ্যে। স্কুলে যাবে নাকি যাবে না?

0 Comments